খবর ৭১:সভার বিকেএসপিতে জাতীয় লিগের খেলায় ফোকাস ছিল মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকারের দিকে। মোস্তাফিজ এবং সৌম্যর ম্যাচের নায়ক বনে গেছেন মেহেদি হাসান মিরাজ। তার ঘূর্ণি বলে পুরোপুরি কুপোকাত ঢাকা বিভাগ।
১৯তম জাতীয় লিগের টায়ার ওয়ানের খেলায় ঢাকাকে ১১৩ রানেই প্যাকেটবন্দি করলেন মিরাজ। খুলনা বিভাগের এই অপ স্পিনার একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। কাটার মাস্টারখ্যাত পেস বোলার মোস্তাফিজ নিয়েছেন ২ উইকেট।
ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে টসে জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক। ব্যাটিংয়ে নেমেই মিরাজ, মোস্তাফিজ এবং রাজ্জাকের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে একে একে সাজঘরে ফেরেন ঢাকার ব্যাটসম্যানরা।
রকিবুল হাসান, শুভাগত হোম, নাজমুল ইসলাম অপু এবং শাহাদাত হোসেন রাজিব ছাড়া বাকিদের কেউই দুই অংকের ফিগার রান করতে পারেননি। যে কারণে ১১৩ রানেই থেকে যায় ঢাকার ইনিংস।
জবাবে ব্যাটিংয়ে নেমে দিন শেষে খুলনার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৩ রান। ১২ ও ১১ রান নিয়ে অপরাজতি আছেন এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার।
খবর ৭১/ এস: