খবর ৭১:রিয়াদের আবাসিক এলাকাকে টার্গেট করে হুথি বিদ্রোহীরা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সাম্প্রতিক এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সৌদি এয়ার ডিফেন্স ফোর্স সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। এই একতরফা উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানায় বাংলাদেশ। এটা উত্তেজনা বাড়াতে পারে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম জনগণ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি সরকারের পদক্ষেপের প্রতি বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ।
খবর ৭১/ এস: