সাংসদ লিয়াকত হোসেন খোকা সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

0
615

জহিরুল ইসলাম মৃধা,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোন দল নির্বাচনে অংশ গ্রহণ করবে, কোন দল অংশ গ্রহণ করবে না- সেটা সরকারের দেখার বিষয় না। নির্বাচনে অংশ গ্রহণ করা না করা তাদের দলীয় বিষয়। বিএনপি জন বিচ্ছিন্ন দল, তাই তারা নির্বাচনে অংশ গ্রহণ করতে ভয় পাচ্ছে। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত সুন্দর সোনারগাঁও গড়ার প্রত্যয়ে সোনারগাঁও জনপ্রতিনিধি ফোরাম এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিকেলে মোগরাপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় জনসভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য ও জনপ্রতিনিধি ফোরামের সভাপতি লিয়াকত হোসেন খোকা এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। মিথ্যা স্বপ্নে বিএনপি দিন কাটাচ্ছে। মহাজোট সরকার যেভাবে দেশের উন্নয়নে কাজ করছে ফের জনগন ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান ভূইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রউফ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিম শিকদার শিপলু প্রমুখ।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here