খবর ৭১:গত পাঁচ বছর অভিনয়ে দেখা যায়নি অভিনেত্রী শারমীন শীলাকে। এ সময়টা নিজের বিউটি স্যালুন ‘শীলা’জ মেকওভার’ নিয়েই ব্যস্ত ছিলেন। পাশাপাশি সংসার সামলেছেন। কিন্তু অভিনয়ের আঙ্গিনার মানুষদের সঙ্গে নিয়মিতই ছিল তার যোগাযোগ। বিভিন্ন পার্টিতে সহকর্মীদের সঙ্গে দেখা হতো প্রায়ই। তাই অভিনয় থেকে দূরে থাকলেও শারমীন শীলা মিডিয়ার আড়াল হননি।
এবার মীর সাব্বির পরিচালিত ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’-এ আনা হয়েছে দুটি নতুন চরিত্রে। এর মধ্যে বিনু নামের একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে শারমীন শীলা বলেন, ‘অনেকদিন পর অভিনয় করেছি তাই শুরুতে একটু সমস্যা হচ্ছিল। ক্যামেরার সামনে আবারও অভ্যস্ত হয়ে উঠি। ধন্যবাদ মীর সাব্বিরকে আমাকে আবার কাজের সঙ্গে সম্পৃক্ত করার জন্য।’
খবর ৭১/ ই: