তিন বছর পর রুপালি পর্দায় রানী

0
435
 খবর ৭১:দীর্ঘ বিরতির পর রুপালি পর্দায় ফিরছেন বলিউড তারকা রানী মুখার্জি। এবার যশরাজ ফিল্মস প্রযোজিত ‘হিচকি’ ছবির মধ্য দিয়ে প্রত্যাবর্তন করছেন একসময়ের শীর্ষ এ অভিনেত্রী।
সংসার, সন্তান নিয়ে এতদিন ব্যস্ত থাকায় রুপালি পর্দার আঁড়ালে ছিলেন রানী মুখার্জি।
মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘হিচকি’ ছবির ট্রেলার। মনিশ শর্মা পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি।
সবশেষ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারদানী’ ছবিতে দেখা গেছে বলিউডের এ অভিনেত্রীকে।
বলিমহলের অনেকেই বলছেন, রানীর আরও একটি পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স দেখতে চলেছে ইন্ডাস্ট্রি। ছবিটি মূলত একটি মেয়ের জীবনের গল্প, যেখানে মেয়েটি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবে।

এ প্রসঙ্গে রানী বলেছিলেন, ‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম, যেটি আমার কাছে চ্যালেঞ্জ। যেটি আমাকে আগ্রহী করবে। হিচকি আমাকে সেই সুযোগটা দেবে বলে মনে করছি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here