২৭-২৮ তারিখে ব্যাঙ্গালুরুতে (আইপিএল) ২০১৮ নিলাম অনুষ্ঠিত হবে

0
424

খবর৭১:ফ্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৮ আসরের নিলামের তারিখ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের ২৭-২৮ তারিখে ব্যাঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানান, অনেক খেলোয়াড় এই নিলামে অংশ নিবেন, তাই নিলামটা হবে বিশাল। যা আগামী ২৭-২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। প্রথম গোয়ার কথা চিন্তা করা হলেও যেহেতু ব্যাঙ্গালুরুতে আগের সমস্ত নিলামগুলোই অনুষ্ঠিত হয়েছিল তাই এই জায়গাই ফ্যাঞ্চাইজিগুলোর পছন্দ হয়েছে।

এদিকে নিলামের আগে কোনো দল যাতে তিনজনের বেশি খেলোয়াড় ধরে রাখতে না পারে, সে প্রস্তাবনা আনা হয়েছিল। তবে আলাপ আলোচনার পর অবশেষে পাঁচজন খেলোয়াড় ধরে রাখার অনুমোদন দেয়া হয়েছে। আর এই রেখে দেওয়া পাঁচজনের তালিকা জানুয়ারির ৪ তারিখের মধ্যে আইপিএল কর্তৃপক্ষের কাছে জমা দিবে আটদল। এছাড়া দলের জন্য সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি করা হয়েছে।

খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে দলগুলো জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড়, দুইজন বিদেশি এবং দুজন জাতীয় দলে না খেলা ভারতীয় খেলোয়াড় রাখতে পারবে।

২০১৮-এর আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসহ (যারা দু’বছরের নির্বাসন কাটিয়ে এই আইপিএলে ফিরে এসেছে) ৮টা টিমই নিলামে অংশ নেবে। আইপিএল গভর্নিং বডির নতুন প্লেয়ার রিটেন পলিসির কারণে প্রতিটি দলকেই নতুনভাবে হোমওয়ার্ক করে নিয়ে এই নিলামে অংশ নিতে হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here