কুমিল্লার গুরুত্বপূর্ণ সড়কে অটো ইজিবাইক নিষিদ্ধ

0
355

সাজু সরকার। কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ১৮ ডিসেম্বর সোমবার থেকে কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত অটো রিকসা ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কুমিল্লা জেলা পুলিশ।নগরির বিভিন্ন পয়েন্টে মাইকিং করে, পুলিশ লাইন,সালাউদ্দিন হোটেল,রাজগঞ্জ থেকে কান্দির পার, আদালত,রাণীর বাজার রুটে ইজিবাইক ও অটোরিকসা চলাচলে নিষিদ্ধ ঘোষনা করে। নগরির জানজট ও সড়ক দূর্ঘটনা কমানোর লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছেন। আর এ সুযোগ নিয়ে রিকসা ভারা দুই থেকে তিন গুণ বেশি আদায় করছে রিকসা চালকরা। সিটি কর্পোরেশন ও অটোরিকসা মালিক সমিতির সূত্রে জানা যায়,কুমিল্লা শহরে ইজিবাইকের সংখা প্রায় সাত হাজার।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here