ছাতকের জাহিদপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
324

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের জাহিদপুরে বিশেষজ্ঞা ডাক্তার দ্বারা গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন। ঢাকার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ও দোলারবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আবুল খয়ের এবং সমাজসেবী আব্দুর রহিমের সহযোগীতায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে স্থানীয় লোকজন স্বল্পমুল্যে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাসেবা গ্রহন করেছে। এ ছাড়া ৩শ’ টাকায় আলট্রাসনোগ্রাফী, ২শ’ টাকায় ইসিজি, ৫০ থেকে ৭০০ টাকায় রক্ত ও মল-মুত্রসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করানোর সুযোগ নিয়েছে উপকারভোগী লোকজন। এ উপলক্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সুজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শায়েস্তা মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল লতিফ রিপন, লন্ডন প্রবাসী মশাহিদ আলী, সমাজসেবী ছামির উদ্দিন, মাশুক মিয়া, শিক্ষক আনোয়ার হোসেন, শহিদ আহমদ, শিপলু আহমদ, গুলজার আহমদ, বদরুল হক, কপিল উদ্দিন, কাওছার আহমদ প্রমুখ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ গৌড় গোপাল সাহা, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ রতনগীর কবীর, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুদেব প্রমুখ।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here