ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মনফর আলী (৪৬) নামের এক কৃষক দু’সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত ৫ ডিসেম্বর সে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। মনফর আলী উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালি) গ্রামের মৃত ছোরাব আলীর পুত্র। গত ৫ ডিসেম্বর দুপুরে নিজ বাড়ি থেকে গ্রামের নিকটবর্তী সিরাজগঞ্জ বাজারের উদ্দেশ্যে তিনি বেড় হয়েছিলেন। এরপর আর বাড়িতে ফিরে যায়নি তিনি। পরিবারের লোকজন তার কোন সন্ধান না পেয়ে তার বড় ভাই সোনাহর আলী রোববার ছাতক থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।
খবর ৭১/ এস: