সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তানভীর আহাম্মেদ চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আ.ফ.ম জাহিদ ইকবাল। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রদর্শনীর মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার উপকারিতা ও না খাওয়ার অপকারিতা তুলে ধরেন।
ডা: তানভীর আহাম্মেদ চৌধূরী বলেন, ভিটামিন এ এর অভাবেব জনিত অপুষ্টি ও শিশু মৃত্যু হার কমানোর লক্ষে আগামী ২৩ ডিসেম্বর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সারা দেশের ন্যায় সোনারগাঁওয়ে ৩৩টি কেন্দ্রে ২৬৭টি কেন্দ্রে ৬-৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৭ শত ৩২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
খবর৭১/এস: