নান্দাইলে প্রায় দুই মাস পর শিশু উদ্ধার

0
310

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের প্রায় দুই মাস পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে গাজীপুরের চৌরাস্তা শিমুলতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় ইতোপূর্বে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের বেতাগৈর গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে সালাহ উদ্দিন (১০) চরকামট খালী ক্বওমী মাদ্রাসায় পড়ালেখা করতো। গত ১০ অক্টোবর নিখোঁজ হয়। লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও পায়নি। ওই অস্থায় ১০ ডিসেম্বর প্রতিবেশী হুমায়ুন মিয়াকে আসামী করে শিশুর বড় ভাই হারুন অর রশিদ থানায় মামলা করেন। ওই মামলায় হুমায়ুনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। শিশুটিকে হুমায়ুন ঢাকায় নিয়ে এক দোকানে কাজে দেয়। সেখান থেকেও শিশুটি হারিয়ে যায়। পরে গাজীপুর এলাকায় পুলিশ নিখোঁজের বিষয়টি নিয়ে প্রচারণা চালায়। ওই অবস্থায় সোমবার শিশুটির সন্ধ্যান পায় পুলিশ। পরে সোমবার রাতেই গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। নান্দাইল মডেল থানার এস আই মো. ফিরোজ আহমদ জানান, প্রায় দুই মাস ১০ দিন আগে শিশুটি নিখোঁজ হয়। এঘটনায় অপহরণ মামলায় এক যুবক কারাগারে রয়েছে। শিশুটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here