রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আজ দুপুর ১ টার দিকে কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে কালীগঞ্জের বেজপাড়ায় অভিযান চালায় র্যাব। এসময় বাইসাইকেলের টিউবের মধ্যে অভিনব কায়দায় পাচারের সময় ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সেসময় আটক করা হয় ২ সহোদরসহ ৩ মাদক ব্যবসায়ীকে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলো-কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকার স্বপন দাস, সুমন দাস ও কানু দাস। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা করা হয়। আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
খবর ৭১/ ই: