সুনামগঞ্জ সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

0
327

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সরকারি কলেজে অতিরিক্ত সেশন ফি আদায়ের প্রতিবাদে কলেজের প্রসাশনিক ভবনে তালাবদ্ধ রেখে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তালা ঝুলিয়ে কলেজের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন এই শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থী দীপাল,ওমর ফারুক, সুকান্ত দত্ত,মলয় কর জানায়,এ বছর হাওরের ফসল হানির ফলে সুনামগঞ্জের সকল মানুষ অতি কষ্টে দিন যাপন করছেন। এবছরের ফসলহানির পরও কলেজে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত সেশন ফি আদায় করা হচ্ছে। কলেজের অধ্যক্ষ নানান ধরণের অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভিত্তিহীন ভাবে অতিরিক্ত ফি আদায় করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি অমান্য করে এ বছর অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ ও সেশন ফি সহ মোট ৫হাজার ৭শ ৬০ টাকা নেয়া হচ্ছে। এর মধ্যে সেশন ফি ২হাজার ৬ শত টাকা বেশি নেয়া হচ্ছে। এ ব্যাপারে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার জানান,আমি আজকে জরুরী একটি কাজে ঢাকায় আছি। আমরা কোন প্রকার অতিরিক্ত ফি আদায় করি না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি অনুযায়ীই শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরনের টাকা নেয়া হচ্ছে। এ বছর ফসলহানীর কথা ভেবেই জেলা প্রসাসক ফি মওকুফের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। সেটার কপি আমাকে দিয়েছেন কিন্তু এই শিক্ষার্থীরা অপেক্ষা না করেই ভবনে তালা দিয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here