শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ৬ ডাক্তারেরর কাছে পূর্ববাংলা কমিনিষ্ট পার্টির নামে চাঁদা দাবির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী হয়েছে।
জানাযায়,সোমবার দুপুর ২টার দিকে বিল্পব নামের এক ব্যক্তি নিজেকে ফোনে পূর্ববাংলা কমিনিষ্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত ডাক্তারদের বলা হয়, তাদের দলের কয়েকজন সদস্য খুব অসুস্থ্, তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সেজন্য ডাক্তারদেরকেই চাঁদা দিতে হবে। তানাহলে ডাক্তার সহ তাদের স্ত্রী-সন্তানদের জীবন নাশের হুমকি দেয়া হয়। জিডি সুত্রে আরো জানাযায়,পাইকগাছা উপজেলা প.প.ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রভাত কুমার দাশ সোমবার দুপুর ২ টা ৮ মিনিটে খুলনায় মাসিক সভায় অবস্থানকালীণ তার কাছে ফোন করে বিপ্লব নামে এক ব্যক্তি নিজেকে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির লোক পরিচয় দিয়ে ঐ হুমকি দেয়। এরপর সভা শেষে নিজ কর্মস্থল পাইকগাছা হাসপাতালে পৌছানোর পর সহকর্মীরা জানান,একই নম্বর থেকে আরো ৪ ডাক্তারের নিকট পাশাপাশি সময়ে ফোন করে চাঁদা চেয়ে একই ধরনের হুমকি প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলার কপিলমুনি হাসপাতালের ডাঃ আঃ রবকেও ০১.৫৭ মিনিটে একই ধরণের হুমকি প্রদান করা হয়েছে বলে জানান তিনি। পাইকগাছা হাসপাতালের অন্যান্য ডাক্তাররা হলেন, যথাক্রমে ডাঃ মিঠুন দেবনাথ,তাকে হুমকি দেয়া হয় দুপুর ২ টায়,ডাঃ সঞ্জয় কুমার মন্ডলকে দুপুর ০২ টা ০১ মিনিটে,ডাঃ প্রশান্ত কুমার মন্ডলকে দুপুর ২ টা ৩ মিনিট ও ডাঃ সুজন কুমারের নিকট দুপুর ২ টা ৬ মিনিটে পর্যায়ক্রমে একই নম্বর থেকে চাঁদা চেয়ে একই ধরনের হুমকি দেয়া হয়।
এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা রীতিমত নিরাপত্তাহীনতায় ভূগছেন। এব্যাপারে পাইকগাছা প.প ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং ৮৪৮। তারিখ ১৮.১২.১৭ইং।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বিল্পব জানান, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছেন। তদন্তকাজ এগিয়ে চলেছে। তদন্তের স্বার্থে তিনি এর চেয়ে বেশী কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। হুমকির ব্যাপারে ডাঃ প্রভাত কুমার দাশের কাছে জানতে তার মোবাইলে বার বার রিং দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
সর্বশেষ হুমকির ঘটনায় পাইকগাছার দু’টি হাসপাতালের ডাক্তার-কর্মচারী থেকে শুর করে অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আতংক ছড়িয়ে পড়েছে।
খবর ৭১/ ই: