ঢাকায় নেপালি ছাত্রীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার

0
511

খবর ৭১:রাজধানীর ভাটারা এলাকার পাইওনিয়ার ডেন্টাল মেডিকেল কলেজের এক নেপালি ছাত্রীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম বিনিশা শাহ (২০)।

মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। আত্মহত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মো. কামরুজ্জামান জানান,দুপুর পৌনে ২টার দিকে ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনের কাজ চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আর কেন এই আত্মহত্যার ঘটনা ঘটেছে- সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরই বিস্তারিত বলা যাবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here