খবর ৭১:জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ড মাঠে গড়াবে আগামীকাল বুধবার। চার দিনের এই খেলায় অংশ নিতে ইতোমধ্যেই রাজশাহীর পথ ধরেছে ঢাকা মেট্রোর ক্রিকেটাররা। রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন ঢাকা মেট্রোর টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।
১৯তম জাতীয় লিগের দুই পর্বের খেলায় দ্বিতীয় পর্বে খেলছে ঢাকা মেট্রো ও রাজশাহী বিভাগ। ফরহাদ রেজার নেতৃত্বাধীন রাজশাহী আগের ৫ রাউন্ডে অসাধারণ খেলে সংগ্রহ করেছে ২৩ পয়েন্ট। সেই দিক বিবেচনায় আশরাফুলদের ঢাকা মেট্রোর অবস্থান ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে।
তার পরও বলা যায়, রাজশাহীর ঘরের মাঠে পরাজয় এড়ানোর জন্যই প্রাণপণ লড়ে যাবেন আশরাফুল, মার্শাল আইয়ু্ব এবং আসিফ আহমেদ রাতুলরা।
এ দিন একইসঙ্গে দেশের চারটি ভেন্যুতে মুখোমুখি হবে আটটি দল। সাভার বিকেএসপির মাঠে খুলনার প্রতিপক্ষ ঢাকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের প্রতিপক্ষ রংপুর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ।
খবর ৭১/ ই: