বাগেরহাট প্রতিনিধি :
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তাকের রহমানসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে বাগেরহাটে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সাধারন সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু, বিএনপি নেতা আসাফুদৌলা জুয়েল, যুবনেতা জাহিদুর রহমান শান্ত, এসএম সাজ্জাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তাকের রহমানসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এগুলো বন্ধ করা না হলে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলবে।
খবর৭১/এস: