বর্ণাঢ্য আয়োজনে শেরপুরে প্রথম বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

0
359

শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে শেরপুরে প্রথম বাংলাদেশ যুব গেমসের (অনূর্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার বিকেলে ৪ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। শেরপুর জেলা ক্রীড়া সংস্থা এ গেমসের ব্যবস্থা করেছে। এর আগে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিশুসদন (বালিকা) এর মেয়েরা আকর্ষনীয় ডিসপ্লে ও নৃত্য সবার দৃষ্টি কাড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মেহেদী হাসান আল আমিন, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ. টি. এম জিয়াউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, সদস্য লুৎফর রহমান লুলু ও বক্সিং কোচার মোল্লা রাশেদ উদ্দিন আহম্মেদ প্রমুখ।
উদ্বোধনী দিনে নকলা উপজেলা ও ঝিনাইগাতী উপজেলা (অনূর্ধ-১৭) ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এসময় ঝিনাইগাতী উপজেলা ১-০ গোলে বিজয়ী হয়। খেলার একমাত্র গোলটি করেন, ঝিনাইগাতী দলের ফুটবলার রাসেল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক বলেন, যুব গেমসে জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার অনূর্ধ-১৭ বছর বয়সী খেলোয়াড়দের অংশ গ্রহণে ফুটবল, কাবাডি, অ্যাথলেটিকস, মুষ্টিযুদ্ধসহ ৭টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here