উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
“নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে”এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ারুল ইসলামসহ আরো অনেকে।এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ ই: