নড়াইলে শহীদ মিনারে আ’লীগের একাংশের হামলা প্রতিবাদে অপর অংশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
396

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার মোল্যার মাঠে ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু সমর্থিত নেতা-কর্মীদের হামলার প্রতিবাদ ও শাস্তির দাবীতে সোমবার (১৮ডিসেম্বর) দুপুরে সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু সমর্থিত নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলা আ‘লীগের একাংশের উদ্যোগে উপজেলা পরিষদের গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর আ‘লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা আ‘লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনুর সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা আ‘লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী, শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, পৌর আ‘লীগের সভাপতি কাজী বনি আমিন, আ‘লীগ নেতা সৈয়দ মশিয়ুর রহমান, ফয়জুল হক রোম, মোঃ শরিফুল ইসলাম, শেখ শিহানুক রহমান, মুন্সী আলাউদ্দিন, সরদার আব্দুল হাই, শেখ মাসুদুজ্জামান,আব্দুল জলিল শিকদার, ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ, আবুল কালাম আজাদ পাখী, শিকদার নজরুল ইসলাম, তসরুল খাঁন, মারিয়া হোসেন ও মতিয়ার রহমান ও জয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু সমর্থিত নেতা-কর্মীদের হামলার প্রতিবাদ এবং শাস্তির দাবী জানান। প্রসঙ্গতঃ প্রায় তিন বছর পর উপজেলা আ‘লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়। প্রকাশিত তালিকায় ত্যাগি নেতাদের স্থান না হওয়ায় লোহাগড়ায় আ‘লীগ দু‘ভাগে বিভক্ত হয়ে পড়েছে । এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আ‘লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু,অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here