আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাইদুর রহমান (২৬) নামে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার পূর্বক আদালতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই প্রতাপ কুমার সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার হরিপুর ইউনিয়নের চর-চরিতাবাড়ি গ্রামের আব্দুল লতিফের পুত্র সাইদুর রহমানকে পাশর্বর্তী বেলকা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে একটি যৌতুক নিরোধ আইনের মামলায় সাইদুরের অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত ৪ বছরের সাজা প্রদানের দিন থেকে সে দীর্ঘ দিন পলাতক ছিল।
বিষয়টি নিশ্চিত করে থানার এসআই প্রতাপ কুমার সিংহ জানান, আসামী সাইদুর রহমানের অনুপস্থিতিতে একটি যৌতুক নিরোধ আইনের মামলায় বিজ্ঞ আদালত সাজা প্রদান করলে সে দীর্ঘদিন পলাতক ছিল।
খবর ৭১/ ই: