গাইবান্ধায় জামায়াত-বিএনপি’র ১২ নেতাকর্মী কারাগারে

0
449

 

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১১ জন জামায়াতের নেতা-কর্মী ও বিএনপি নেতাসহ১২ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
আসামী পক্ষের আইনজীবি গণেশ প্রসাদ জানান, গত ১১ অক্টোবর আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। আসামীরা গত ২৪ অক্টোবর উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন। আদালত নিম্ন আদালতে আত্মসমর্পনের শর্তে তাদের জামিন মঞ্জুর করেছিল। সে অনুযায়ী আসামীরা সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে পুনঃরায় জামিনের আবেদন করেন। কিন্তু, আদালতের বিচারক- পার্থ ভদ্র জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর নাকাইহাট ইউনিয়ন আমীর আব্দুল আজিজ মওলানাসহ ১১ জন ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি সিরাজুল ইসলাম রয়েছেন। পুলিশ জানায়, জামায়েতের কেন্দ্রীয় আমীর মকবুল আহম্মদসহ ৮ নেতার মুক্তির দাবীতে গত ১২ অক্টোবর হরতাল আহ্বান করা হয়। হরতালে নাশকতা চালানোর জন্য ১১ অক্টোবার রাতে উপজেলার নাকাইহাট বন্দর এলাকায় জামায়াতে ইসলামীর নাকাইহাট ইউনিয়ন আমীর আব্দুল আজিজ মওলানার বাড়িতে গোপন বৈঠক বসে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীরা পালিয়ে যায়। সে সময় ৪৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরিদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here