বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন ক্যাম্প

0
480

মোঃ আব্দুল হালিম ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সোমবার ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গোষ্টা দক্ষিনপাড়া গ্রামে বিনা মুল্যে হতদরিদ্রদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন শহরের নবগঠিত সামাজিক সংগঠন ব্রহ্মপূত্র সুহৃদ ময়মনসিংহ।
দাপুনিয়ার নীর্ভীত পল্লীর শত শত নারী পুরুষ চিকিৎসা ক্যাম্পে বিনামুল্যে সেবা ও ঔষধ পেয়ে মহাখুশি।চিকিৎসা সেবা নিতে আসা হতদরিদ্র রহিমা খাতুন বলেন, আমার প্রেশার বেশি অথচ আমি জানতাম না। এখানে এসে জানতে পারলাম, পরামর্শ পেলাম এবং ঔষদ ও দিলেন ওনারা।ব্রহ্মপূত্র সুহৃদ ময়মনসিংহের আহব্বায়ক এস এম বদরুল ইসলামের নেতৃত্বে চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ ওলিউল্লাহ। চিকিৎসা সহকারী হিসেবে ব্রহ্মপূত্র সুহৃদ সদস্য গর্ভবতী মা শিশু বিষয়ে বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত শাহীনুর নাহার রিমা ও নজিফা খাতুন গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন। ব্রহ্মপূত্র সুহৃদ ময়মনসিংহের সদস্য দ্বিপ শিখা খান, সনৎ ঘোষ, তানভীর আহমেদ বুলু, শিপল চšদ্র সরকার উপস্থিত ছিলেন।
খবর ৭১/ ই :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here