খবর৭১:রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারে যাওয়ার পথে বিমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে কথাবিনিময় হয়েছে।
আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়।
পরে তারা একই ফ্লাইটে রংপুর যান।
এরশাদ ও ফখরুলের মধ্যে কুশলবিনিময়ের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফ্লাইটটিতে থাকা বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একই ফ্লাইটে রংপুরে যাচ্ছেন। এ সময় এরশাদকে দেখে সালাম দেন মির্জা ফখরুল। তখন উভয়ের মধ্যে কুশলবিনিময় হয়।
জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদও সিটি করপোরেশন নির্বাচন (রসিক) ঘিরেই আজ সোমবার রংপুর সফরে যাচ্ছেন। এখানে জাতীয় পার্টি থেকে মেয়র পদে নির্বাচন করছেন মোস্তাফিজার রহমান মোস্তফা।
আগামী ২১ ডিসেম্বর এই সিটিতে ভোট হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে এখানে প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
এতে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ।
খবর৭১/জি: