লুটেরা-খুনিরা আর কখনও ক্ষমতা পাবে না: প্রধানমন্ত্রী

0
515

খবর ৭১: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোটের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, লুটেরা ও খুনিরা এদেশের আর কখনও ক্ষমতায় আসতে পারবে না। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীরা কোন মুখে দেশবাসীর কাছে ভোট চাইবে? জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বর্জন করবে।’

মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, ‘যুদ্ধাপরাধীর দায়ে যাদের বিচার হয়েছে, ফাঁসির রায় কার্যকর হয়েছে- সেসব যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়ে লাখো শহীদের রক্তস্নাত জাতীয় পতাকা তুলে দিয়েছিল, ফাঁসির কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের ছেলে-মেয়েদের সন্তানদের দলে ভিড়িয়ে রাজনীতি করে- স্বাধীনতায় বিশ্বাস করা একজন মানুষ সেই দলকে কিভাবে সমর্থ দেন? দলটির অনুগত হোন? তাদের কী বিবেকবোধ, বোধশক্তি কিছুই নেই? কোন বিবেকবান মানুষ তো তাদের সমর্থন করতে পারে না।’

বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলছে, চলবেই বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

জনগণের ভাগ্যে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত হোক যুদ্ধাপরাধী ও মানুষ হত্যাকারীরা তা কখনোই চায় না। জনবিরোধী এইসব দলকে জনগণ কিছুতেই সমর্থন করতে পারে না, ভোট দিতে পারে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here