যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের আহ্বান ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতার

0
341

খবর ৭১:জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতা।

ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিলের প্রধান আনোয়ার আব্বাস রোববার এ আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নেয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ‘ট্রাম্প বয়কট ও শান্তি’, ‘ফিলিস্তিনের জন্য ইন্দোনেশিয়ার ঐক্যবদ্ধ’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

আনোয়ার আব্বাস বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা মানবাধিকার লঙ্ঘন। এর মাধ্যমে শান্তি বিনষ্ট হচ্ছে।

তিনি বলেন, আমরা ওআইসির সিদ্ধান্তের সমর্থন জানাই। একটি মুক্ত ফিলিস্তিন নিশ্চিত করা এবং জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

আনোয়ার আব্বাস বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে জাতিসংঘের মাধ্যমে তাদের ওপর অবরোধ আরোপ করতে হবে।

এ সময় আব্বাস ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিনিয়োগ আছে কি না এবং তা বন্ধ করতে ও দেশ দুটির পণ্য বর্জন করার আহ্বান জানান।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here