লালমনিরহাটে বাস উল্টে নিহত-০১ আহত-১০

0
383

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটের ফকিরের তকেয়া বাজার এলাকায় কুড়িগ্রাম রংপুর মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে যাওয়ায় এক জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়,‘ ঢাকা থেকে কুড়িগ্রামের নাগেশ্বরীগামী যাত্রীবাহি আল-ওয়াসী জান্নাত বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।’ এসময় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত এবং অপর ১০ যাত্রী গুরুতর আহত হয়। লালমনিরহাট ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর ও লালমনিরহাটের হাসপাতালে পাঠিয়েছে। এদিকে তাৎক্ষনিকভাবে নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া না গেলেও নিহত ব্যাক্তি ও আহত অন্যান্য সকলের বাড়ি কুড়িগ্রামের উলিপুর ও নাগেশ্বরী বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুল আলম। এদিকে বাসটি মহামড়কের উপর উল্টে থাকায় ঘটনার পর থেকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এবিষয়ে লালমনিরহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল ফরিদ জানান, বাসটি রাস্তা থেকে অপসারন করতে রাত পর্যন্ত সময় লাগবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here