দুপচাঁচিয়ায় মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত

0
411

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার দিনব্যাপী যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে স্মৃতি অম্লানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন, দোয়া, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের শান্তি কামনা করে মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি ও অঙ্গসংগঠন, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য খাদিজা খাতুন শেফলী, পৌর মেয়র বেলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান তালুকদার মুকুল, আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here