ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পাইকগাছায় মহান বিজয় দিবস উদযাপিত

0
392

শেখ দীন মাহমুদ, পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পাইকগাছায় ৪৬তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। প্রভাতে শহীদ স্মৃতি স্তম্ভে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে কমান্ডার শেখ শাহাদৎ হোসেন বাচ্চু,আওয়ামী লীগের পক্ষে স্থানীয় সংসদ সদস্য অ্যাড.শেখ মোঃ নুরুল হক,উপজেলা চেয়ারম্যান স.ম বাবার আলী, ওসি আমিনুল ইসলাম বিপ্লবসহ সরকারী প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সংগঠন শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
এরপর সকাল ৮.৪০মিনিট বীর মুক্তিযোদ্ধাদের বাদ্য যন্ত্রের সুরে বর্ণাঢ্য শোভাযাত্রা,পুলিশ,আনসার-ভিডিপি, স্কাউট রোভার,স্কুলের ছাত্র-ছাত্রী কর্তৃক মার্চ পাস্ট, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণী অনুষ্ঠিত হয়। অনুরূপভাবে কপিলমুনি বধ্যভূমি স্মৃতি স্তম্ভে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। দুপুরে পৌর আওয়ামীলীগের উদ্যোগে জিরোপয়েন্টে শ্রমিক লীগের কার্যালয়ে পৌর কমিটির আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, এসএম রেজাউল হক,প্রভাষক ময়নুল ইসলাম, আঃ ওহাব বাবলু, মহিলা নেত্রী মাসুমা খাতুন, এসএম শামসুর রহমান, শেখ হারুনুর রশিদ হিরু ও জীবন কিশোর রায়। বক্তব্য রাখেন, হেমেশ চন্দ্র মন্ডল, আজিজুর রহমান গোলদার, আঃ জব্বর বাবলু, ইউপি সদস্য এজাহার আলী গাজী, ইউনুছ আলী মোড়ল, অহেদুজ্জামান মোড়ল, গৌরঙ্গ মন্ডল, শেখ মিথুন মধু,আনিছুর রহমান, ফারুক হোসেন, হরিদাশ সরকার, পরেশ মন্ডল, ইলিয়াস হোসেন, জুলি শেখ, সিদ্দিকুর রহমান, শেখ সবুজ, লিপিকা ঢালী ও নিধি প্রমুখ। এদিকে উপজেলার প্রত্যন্ত এলাকাতেও এবার ব্যাপক পরিসরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশাল মিছিল সহকারে বিএনপি’র পাইকগাছা উপজেলা,পৌর ও সকল অঙ্গ-সহযোগী সংগঠণের উদ্যোগে সকাল সাড়ে ৬টায় শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এরপর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে “মহান বিজয় দিবসের তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ জি,এম, আঃ সাত্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আঃ মজিদ। বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু,আসলাম পারভেজ,মিরাজুল ইসলাম মিরাজ,এস,এম, ইমদাদুল হক,এ্যাডঃ টি,এম,মহিউদ্দীন,শেখ আনোয়ারুল ইসলাম, সেলিম রেজা লাকী,তুষার কান্তি মন্ডল,সাইফুল ইসলাম তারিক,আবুল হোসেন,প্রভাষক শহিদুল ইসলাম, সন্তোষ সরকার,সরদার মনিরুজ্জামান মনি,হবি মোল্যা,আবু সালেহ ইকবাল,আছাদুজ্জামান খোকন,স.ম.আঃ জব্বার,শেখ আঃ গফুর,আতাউর রহমান,মোস্তফা মোড়ল,মাষ্টার বাবর আলী,আসাদুজ্জামান ময়না, সরদার তোফাজ্জেল হোসেন, আনোয়ারুল কাদির ইমরান সরদার,রফি সরদার,শেখ রুহুল কুদ্দুস,আঃ সাত্তার মোড়ল, সরদার ফারক আহমেদ,মোঃ মোহর আলী,তৌহিদুজ্জামান মুকুল,আবু মুছা,সাজ্জাত আহমেদ মানিক,এস,এম, টুকু,মশিউর রহমান মিলন,লক্ষ্মী রাণী গোলদার,মাষ্টার মুজিবর রহমান,মেছের আলী সানা,আবু তালেব,জামশেদ হোসেন,দিপংকর সরদার বাবু,রাজীব নেওয়াজ,প্রভাষক আজিজুল ইসলাম,হযরত আলী,আবু হানিফ,ইস্রাফিল আহমেদ,মাসুদ মোল্যা,স.ম.নজরুল ইসলাম,মোঃ আব্দুল্যাহ গাজী,অমরেন্দ্রনাথ মন্ডল,সুজায়েত গাজী,হারুন সরদার,হাতেম সরদার,পীর আলী গাজী,শফিকুল ইসলাম,আলতাফ গাজী,গফফার গোলদার,বাবলু ফকির,গাজী আজাহারুল,কাশেম জোয়াদ্দার, মিজানুর রহমান, মনিরুল ইসলাম মন্টু,আঃ রহমান জনি,মনিরুল মোড়ল,আনারুল গাজী,সাধুচরণ বিশ্বাস,জুয়েল সরদার,পার্থ সরকার,নজরুল মিস্ত্রী,রব্বানী গাজী,সামাদ মোড়ল, মাসুম,রাজ্জাক গাজী,সজিব আত্তার সাগর,রাসেল মিস্ত্রী,ইমরান বাশার,মোঃ উবায়দুলাহ,মোঃ আসাদুল,মোঃ আসলাম,আরিফ হাজরা,নাজমুল হাসান গাজী,আবুল বাশার বাদশা,এনামুল হক,হাফিজুল গাজী,রাজ্জাক গাজী, ইকবাল গাজী,মোঃ শাহিন,মোঃ শুভ,মিজান গাজী,মাসুম গাজী,আঃ কুদ্দুস,আলামিন,মোঃ উসমান,হেনা পারভীন, আমিনুর সানা,শেখ আলমগীর,মনিরুল সরদার,আমিনুর সানা,সলেমান সরদার,বাচ্চু সানা,শিব সিকদার,মোঃ হাবিবুর রহমান,রাশেদ বিশ্বাস,জি,এম,রাশেদুজ্জামান রাজু,মাহমুদুল হাসান সাগর,জলিল সানা,মুনছুর আলী,মোঃ সোহেল,মোঃ মিন্টু,টুকু সরদার,হালিম মোড়ল,হান্নান গোলদার,রাশেদ গাজী প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here