গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে বাবেশিকফো এর শ্রদ্ধার্ঘ অর্পন

0
393

এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম।
রবিবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মহাসচিব জনাব মো: আব্দুল খালেক এর সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা।এ সময় আরো উপস্থিত ছিলেন বাবেশিকফো এর সহ-সভাপতি বিপ্লব কান্তি দাস, সাইদুল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম, যুগ্ন সম্পাদক জি এম শাওন, প্রচার সম্পাদক মতিয়ার রহমান দুলাল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কাজের যথার্থ প্রশংসা করেন। তারা আরো বলেন সকল নাগরিকের শিক্ষার সমান অধিকার নিশ্চিতকরন করতে একমাত্র সমাধান শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণ। তাই বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম জাতীয় করনের জোর দাবি করেন তারা।

এম শিমুল খান, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৭১২-১২৯৯৩৬,০১৯১৪-১২৯৯৩৬
তারিখ : ১৭.১২.২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here