চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

0
381

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৬ টা ও সাতটায় যথাক্রমে মুক্তিনগর ও শহীদ মশিউর নগরের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীন, থানা অফিসার ইনজার্চ খন্দকার শামীম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডাক্তার নুর হোসেন, ডেপুটি কমান্ডার কিতাব আলী, সাবেক ডেপুটি কমান্ডার শওকত আলী, মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ঠ ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৮ টায় চৌগাছার স্বাধীনতা ভাস্কর্যে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, চৌগাছা পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয়তাবাদি ছাত্রদল, বাজার ব্যবসায়ী সমিতি, পাবলিক লাইব্রেরী, শিক্ষক পরিষদ, পল্লী বিদ্যুৎ সমিতি, জাকেরপার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দেন। সকাল ৯ টায় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের হয়। র‌্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পাইলট হাইস্কুল মাঠে এসে শেষ হয়। সেখানে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান প্রমুখ।এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মাচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here