শরীয়তপুরে চিতলিয়া ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদারের শোডাউন

0
451

শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম হাওলাদার ফিলিপাইন ও মালেয়শিয়ায় সরকারী সফর শেষে দেশে ফেরায় শোডাউন করেছে তাঁর সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। রোববার দুপুরে সে নিজ এলাকায় আসলে তাঁর ছোট ভাই ও জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন হাওলাদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও মোটর সাইকেল নিয়ে ব্যাপক শোডাউন করে। এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও জেলা পরিষদের সদস্য আসমা আক্তার সহ সহাস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা। এসময় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, আপনাদের ভালবাসায় আমি সিক্ত। আপনারা আমাকে চারবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here