জানুয়ারিতে আসছে তুহীনের নতুন ব্যান্ডের গান

0
454

খবর ৭১ঃ নতুন ব্যান্ড গঠন করলেন তানযীর তুহীন। নাম ‘আভাস’। ইতোমধ্যে কনসার্ট ও গানের প্রস্তুতি চলছে তাদের। তুহীন বলেন, শ্রোতা-বন্ধুদের অনুপ্রেরণায় নতুন একটি ব্যান্ড নিয়ে গানে ফিরছি। ব্যান্ডের সদস্য সংখ্যা ৫। জানুয়ারিতে নতুন একটি গান প্রকাশ করব। আর ফেব্রুয়ারি থেকে কনসার্ট করার ইচ্ছা রয়েছে আমাদের।

পাঁচ সদস্যদের ‘আভাস’ ব্যান্ডের তিনজন অবসকিওরের সদস্য। তারা হলেন রাজু, রিঙ্কু ও শাওন। বিষয়টি নিয়ে তুহীনের ভাষ্য তাদের উৎসাহতেই ব্যান্ড গঠন করা। তারা অবসকিওরেও থাকছেন। আর আমি তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি, সমস্যা হবে না। এরই মধ্যে আমরা প্র্যাকটিস শুরু করেছি। মগবাজারে সাউন্ড মেশিনে নিয়মিত বসছি।

গত অক্টোবরে তুহীন শিরোনামহীন ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন। এরপর শিরোনামহীনও নতুন গায়ক শেইখ ইশতিয়াককে নিয়ে নতুন একটি গান প্রকাশিত করেছে। সবশেষে এলো তুহীনের এ ব্যান্ডটি। আভাস ব্যান্ডের লাইনআপ ভোকাল : তুহীন, লিড : সুমন, বেস : রাজু, ড্রামস : রিঙ্কু ও কিবোর্ডস : শাওন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here