খবর ৭১:
৪নং খাদিমপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম (ডালিম) বলেছেন, সমাজ কল্যাণের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দেহ ও মনের ক্লান্তি দূর করা সম্ভব। বিজয় দিবস উপলক্ষে সমাজের অসহায় এবং শীতার্ত মানুষের প্রতি যে সহানুভূতি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউনাইটেড ক্লাব তা সত্যিই প্রশংসার দাবীদার।
খাদিমনগরস্থ দলইপাড়ার ইউনাইটেড ইয়ং ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস ১৭ উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, শীতবস্ত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্লাবের সভাপতি মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে গত শনিবার খাদিমনগরের জাকারিয়া সিটির অন্তর্গত দলইপাড়া মাঠে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সদস্য সুলতান আহমদের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক-শিক্ষানুরাগী মখলিস-উর-রহমান, ৪নং খাদিমপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম বিলাল, ৪নং খাদিমপাড়া ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য মো. বদরুল ইসলাম আজাদ, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য মোছা. সাজেদা বেগম, খাদিমপাড়া সিরামিকস্-এর জেনারেল ম্যানেজার মো. আব্দুর রহিম, শ্রী লক্ষণ মহন লাল পাত্র, মো. মতিন মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. সিকন্দর মিয়া, মো. মছব্বির মিয়া, মো. উকিল মিয়া, হাবিব মিয়া, মো. মকবুল গাজী, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির, মো. রুহুল আমীন।
অনুষ্ঠানে ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুশ শহীদ, মো. আব্দুল আহাদ, মো. বারিছ, ইকবাল আহমদ, কামাল আহমদ, মুছব্বির আহমদ, শামাল, মো. ছমির, মো. সুহেল, মো. টুনাই মিয়া, মো. সাদেক আহমদ, উত্তম গোয়ালা প্রমুখ। উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে ইউনাইটেড ইয়ং ক্লাব বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে। এছাড়া শীতার্ত পঁচিশটি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খবর৭১/এস: