খবর৭১: মডেল অভিনেত্রী সুজানা জাফর। ইদানীং ঘন ঘন দেশের বাইরে যাচ্ছেন এই লাস্যময়ী কন্যা। বেশ বিরতি দিয়েও কাজ করছেন তিনি। প্রায়ই তিনি থাকেন দেশের বাহিরে।
সুজানা জানান, প্রায়ই ইউরোপ ভ্রমণ করি। এর মধ্যে আমি সুইজারল্যান্ডও ঘুরে এসেছি। শেষমেশ দুবাই গিয়েছিলাম। বিদেশ ভ্রমণ করতে ভালো লাগে। তাই একটু সময় পেলেই ছুটে যাই ভ্রমণে। জরুরি কাজও করি, অবসরে ছুটে যাই প্রকৃতির সান্নিধ্যে।
এদিকে হৃদয়ের সাথে সংসার ভাঙার পর আবার বিয়ে নিয়ে সুজানা বলেন, আমার সবচেয়ে দুর্বল দিক হলো, আমি মানুষকে সব সময় বিশ্বাস করি। বিশ্বাস করে ধাক্কা খাই। অনেকবার ঠকেছি। বিয়ে করেই জীবনে বড় ঠক খেয়েছি।
তিনি আরও বলেন, মনেপ্রাণে বিয়ে করতে চাই, সংসার করতে চাই। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। বিয়ে যেদিন লেখা রয়েছে সেই দিনই হবে। এখন বিয়ে করার প্রবল ইচ্ছা রয়েছে। বিয়ে হবে, সংসার হবে, সন্তান নেব-এটাই স্বপ্ন দেখছি। বাকিটা আল্লাহর হাতে।
খবর৭১/জি: