খবর৭১:সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি কেন নিয়োগ হবে না- এ মর্মে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
রবিবার (১৭ ডিসেম্বর) ডাক ও রেজিস্ট্রিযোগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেবিনেট সচিব, আইন সচিব, রেজিস্ট্রি জেনারেল (সুপ্রিম কোর্ট) এবং বাংলাদেশ বার কাউন্সিলের প্রতি এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিগ্যাল নোটিশের জবাব চাওয়া হয়েছে। অন্যথায় মামালা দায়ের করা হবে।
খবর৭১/জি: