কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এডভোকেট মোঃ শাহ আলম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য ও সুবিশাল বিজয় র্যালি উপজেলার বাশমহল হতে শুরু হয়ে দীর্ঘ ২ কিঃ মিঃ প্রদক্ষিণ করে বাজিতপুর ডাক বাংলো ময়দানে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিায়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জিয়া শহীদ স্মৃতি সংসদের পক্ষে কবির আহমেদ, নুরুল ইসলাম কাজল, নাইম আহমেদ ও হাজী কালাম মেম্বার, সোহরাব আহমেদ, মোঃ বাচন মিয়া, মোঃ জিয়াউদ্দিন জুয়েল, রোকন, আনার ও মুর্শিদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার চার দশক পর বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে পথ চলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। জাতীয় জীবনের এই সঙ্কটময় মুহূর্তে আজ এমন একজন মানুষ সম্পর্কে দু-চারটি কথা লিখতে যাচ্ছি, যিনি জড়িয়ে আছেন বাংলাদেশের অস্তিত্বের সাথে। তিনি আর কেউ নন- তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে সুপরিচিত, আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান।
খবর৭১/এস: