কুমিল্লায় মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং tap’n pay এর শুভ উদ্বোধন

0
693

খবর ৭১:সাজু সরকার, কুমিল্লা প্রতিনিধি:
“লেনদেন এখন সাশ্রয়ী নিরাপদ ঝামেলাহীন, হাতের মুঠোয় টাকা” এ স্লোগান সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় নিউ মার্কেটের চার তলায় মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং tap’n pay  এর উদ্বোধন করা হয়। মেঘনা ব্যাংকের জোনাল হেড আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবাইল ব্যাংকিং এর পার্টনার ডিস্ট্রিবিউটর কামাল আহম্মেদ, রিজিওনাল সেলস ম্যানাজার তাপস দাস গুপ্ত, ম্যানেজিং ডাইরেক্টর সারোয়ার আহম্মেদ সানিসহ ১২ টি পার্টনার ডিস্ট্রিবিউটর , সুধি গুণিজন রাজনৈতিক ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন। মাওলানা আব্দুল আলিম এর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর কার্যক্রম শুরু করা হয়।  প্রধান অতিথি আরফানুল হক রিফাত কুমিল্লা ক্লাবে কেক কাটার মাধ্যমে কুমিল্লায় মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং tap’n pay  এর উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here