তালায় মুক্তিযোদ্ধার মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
688

খবর৭১:তালা অফিস সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কাজিডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ সুজাত আলী (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়িতেই তিনি মারা যান।
বুধবার (২৯ নভেম্বর) বিকালে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিমেশ কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সদস্য সচীব লায়লা পারভিন সেজুতী, তালা থানার উপ-পরিদর্শক মোঃ নাজমুল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধারা এবং এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সুজাত আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here