লালমনিরহাটে এক কলেজ ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

0
650

লালমনিরহাট প্রতিনিধি-
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক কলেজ ছাত্রী গলায় নিজের পড়নের ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
উপজেলার গেন্দুকুড়ি আইডিয়াল কলেজের একাদ্বাশ শ্রেনী প্রথম বর্ষের ছাত্রী, নওদাবাস এলাকার দোলাপাড়া গ্রামের ভুপেন চন্দ্র রায়ের মেয়ে অনুপমা রায়(১৭) শুক্রবার (২৪নভেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়ীতে গলায় ওড়না পেছিয়ে ঘরের ফ্যানে বেঁধে ফাঁসে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
ভুপেন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র (১৩) বলেন,আজ সকালে বাবা মা উভয়ে মামার বাড়ীতে গেলে ফাঁকা বাড়ীতে একা থাকে আপু। দুপুরে আমার চাচাতো বোন তাপসী রানী (১৪)সহ বাড়ীতে এসে ঘরে ডুকে দেখি আপু গলার ওড়নাদিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। খবর শুনে বাবা মা ছুটে আসেন এবং পুলিশ এসে ঘর থেকে লাশ উদ্ধার করেন।এ রির্পোট লেখা সময় পর্যন্ত হত্যা না আত্মহত্যা তার কোন কারন জানা যায়নি।
নওদাবাস ইউপি চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। থানা অফিসার ইনর্চাজ শামীম হাসান সরদার বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here