শায়েস্তাগঞ্জে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতাসহ ৩ মোটর সাইকেল আরোহী নিহত।

0
1034

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জে বিয়ে খেতে এসে বাড়ি ফেরার পথে দুই মোটর সাইকেল আরোহী বরযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হল শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের জিতু মিয়ার পুত্র মন্নান মিয়া (২০) ও একই উপজেলার ভাটি শৈলজুরা গ্রামের জলিল মিয়ার পুত্র সোহেল মিয়া (২৩)। গুরুতর আহত ময়না মিয়া (২৫)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত ময়না মিয়া তালুকদার মুন্না শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের নানু মিয়া তালুকদারের পুত্র। সে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা। এ দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি রেল গেইট নামকস্থানে। পুলিশ সূত্রে জান যায়, মোটরসাইকেল আরোহীরা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সংলগ্ন রাজাকপুর গ্রামে বিয়ে খেতে আসছিল। বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতপালে ভর্তি করে। অপর দিকে এ দূর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবার জানতে পেরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় শত শত লোকজন ছুটে আসে। বিক্ষোব্ধ জনতা এসময় ঢাকা-সিলেট মহাসড়ক ও শায়েস্তাগঞ্জ- চুনারুঘাট আঞ্চলিক সড়ক অবরোধ করে। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here