তালায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

0
560

খবর৭১,সেলিম হায়দার,সাতক্ষীরা : সাতক্ষীরায় তালায় সড়ক দূর্ঘটনায় ফজিলা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরার খুলনা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ফজিলা খাতুন তালা মহল্লাপাড়া গ্রামের মীর আব্দুল গফ্ফারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান,ফজিলা খাতুন কেশবপুরে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে তালা মহাসড়কে উঠে রাস্তা পার হচ্ছিল। এ সময় খুলনা গামী একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here