মিয়ানমারে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

0
425

খবর৭১: মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা দেশটির সেনাবাহিনীর দ্বারা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নির্দিষ্টভাবে কিছু নিষেধাজ্ঞা আরোপ করার কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

এসময় তিনি সেনাবাহিনীর নির্যাতনকে ‘এথনিক ক্লিনসিং’ বা জাতিগত নিধন বলে বর্ণানা করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার বিবৃতিতে বলেছেন, ‘আমাদের হাতে যা তথ্য এসেছে তা খতিয়ে দেখে ও গভীরভাবে বিশ্লেষণ করলেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে উত্তর রাখাইন প্রদেশের পরিস্থিতি রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা জাতিগত নিধনযজ্ঞ ছাড়া আর কিছুই নয়।’

মার্কিন সেনেটন জেফ মার্কলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খুব সম্প্রতি মিয়ানমার ও তার প্রতিবেশী বাংলাদেশে সফর করে ফিরে এসেছেন।

ওই প্রতিনিধিদলের সদস্যরা বলেছেন, তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন-হত্যা-খুন-ধর্ষণের যে সব ঘটনা শুনেছেন তা তাদের গভীরভাবে বিচলিত করেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here