শেরপুরের আখের মাহমুদের বাজারে হামলা ভাংচুর: দুই দিনে আহত-১৫

0
573

খবর৭১,শেরপুর প্রতিনিধি :শেরপুর জেলা শহরের আখের মাহমুদ বাজারে ২১ নভেম্বর রাতে দু দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এময় রামকৃঞ্চপুর গ্রামের লোকজন আখের মাহমুদের বাজারে দোকান পার্টে হামলা ভাংচুর ও লোট পাট করে। এসময় তাদের হামলায় অন্তত ১০ জন আহত হয়। এনিয়ে দুই দিনে কমপক্ষে ১৫ জন আহত হলো।
স্থানীয়রা জানায়, রোববার রাতে শহরের নওহাটা মহল্লায় এক ওয়াজ মাহফিলে মোবারকপুর ও চরশেরপুর ইউনিয়নের রামকৃঞ্চপুর গ্রামের দু যুবকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গতকাল রাতে রামকৃঞ্চপুর গ্রামের কয়েকজন যুবক আখের মাহমুদ বাজারে গিয়ে ওই যুবকের ওপর হামলা করলে এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে রামকৃঞ্চপুর ও মোবারকপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় রামকৃঞ্চপুরের ৫জন আহত হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এরই জের ধরে ২১ নভেম্বর রাতে আবারো রামকৃঞ্চপুর গ্রামের লোকজন আখের মাহমুদ বাজারের কাচাবাজার, দোকানপার্ট ও বাড়িঘরে এসে হামলা চালায়ি ভাংচুর লোটপাট করে। এতে অন্তত ১০ জন আহত হয়। এ নিয়ে গত দুই দিনে ১৫ জন আহত হলো।
পরে পুলিশ এসে লাঠিচার্য করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here