চৌগাছা জগন্নাথপুর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

0
466

খবর৭১:চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জগন্নাথপুর গ্রামের মুক্তি নগর শহীদ স্মরণী শিক্ষা নিকেতনের কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইজারুল ইসলাম বসির, সিনিয়র শিক্ষক আক্কাছ আলী, ডালিয়া পারভীন, সোনিয়া সাইদান নাহার, হারুন অর রশিদ, আব্দুল ওহাব, সাইদুর রহমান টিটো, আব্দুস সাকুর, জুয়েল হোসেন প্রমুখ। বক্তরা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ২২ নভেম্বর এই জগন্নাথপুর আম্রকাননে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। সে সময় পাক সেনাদের হামলায় এখানকার ১৯ জন মুক্তিসেনা শহীদ হন। তারা হল সোজাউদৌলা, আসাদুজ্জামান মধু, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, রেজাউল ইসলাম, করিমন নেছা, মহিউদ্দিন, রহিমা খাতুন, ভানু বিবি, ছইরন নেছা, দেওয়ান মুন্সি, কফিল উদ্দিন, বিশু মন্ডল, খোকা বারিক, আলতাফ হোসেন, জহির উদ্দিন, হাসান আলী, আয়েশা আক্তার, তাহের আলী। বক্তারা বলেন, এ যুদ্ধের ফলে এখানে ১৯ জন শহীদ হলেও পিছু হটেনি এলাকার দামাল ছেলেরা। এক প্রকার বাধ্য হয়ে পাক সেনারা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্ত হয় জগন্নাথপুর তথা চৌগাছা। তাই ২২ নভেম্বর এ দিনটিকে চৌগাছা মুক্ত দিবস ঘোষনা করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান বক্তরা। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here