৫ কোটি উবার চালক ও যাত্রীর তথ্য চুরি

0
482

খবর৭১: প্রযুক্তির ব্যবহারে যাত্রীসেবায় গতি আনতে সম্প্রতি বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেতে শুরু করেছে ট্যাক্সি সার্ভিস উবার। তবে আশঙ্কার বিষয় হল- এই জনপ্রিয় সার্ভিসের চালক ও যাত্রীর তথ্য চুরির মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে।

মঙ্গলবার উবারের বর্তমান সিইও খোশরোশাহী এক ব্লগ পোস্টে এ তথ্য চুরির ঘটনা জানিয়েছেন। তিনি জানান, এখন পর্যন্ত এ সার্ভিসের সঙ্গে যুক্ত পাঁচ কোটি চালক ও যাত্রীর তথ্য চুরি করেছে হ্যাকাররা। খবর রয়টার্সের।

উবারের বিদায়ী সিইও ট্র্যাভিস কালানিকের সময়ে ২০১৬ সালে এসব তথ্য চুরি হয়েছিল বলে ব্লগ পোস্টে বলা হয়েছে। তবে সেই সময় তিনি নিজেকে বাঁচাতে এ তথ্য প্রকাশ করেননি। বিপুল এ তথ্য চুরিতে প্রতিষ্ঠানটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সিলিভান জড়িত রয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।

পরে চুরিকৃত তথ্য মুছে ফেলার জন্য হ্যাকারদের এক লাখ ডলার প্রদান করেছে উবার কর্তৃপক্ষ।

হ্যাকাররা সারা বিশ্বে ছড়িয়ে থাকা উবার চালক ও যাত্রীদের মধ্য থেকে পাঁচ কোটি সাত লাখ উবার ব্যবহারকারীর নাম, ইমেইল এবং মোবাইল নম্বর চুরি করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ৬ লাখ উবার চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর চুরি করেছে হ্যাকাররা।

ঘটনার পর উবার কর্তৃপক্ষ যাদের তথ্য চুরি হয়েছে, তাদের সতর্ক করার পদক্ষেপ নিয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here