খবর৭১: পারিবারিক জীবনে যত ঝামেলাই থাকুক না কেন, স্বামী, সন্তান ও সংসারকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। কলকাতায় গিয়ে আমার বোনের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি। শাকিবের সঙ্গে আমার মান-অভিমান বেড়েছে সত্য, তাই বলে সংসার ভেঙে যাক, এটা আমি কখনোই চাই না।’
কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে স্বামী শাকিব খান, সন্তান জয় ও সংসার নিয়ে নিজের ভবিষ্যত ভাবনার কথা এভাবেই শেয়ার করেন নায়িকা।
অপু আরো বলেন, ‘শাকিবকে এখনও আগের মতোই শ্রদ্ধা করি ও ভালোবাসি। আমার বিশ্বাস, শাকিবের সঙ্গে যে মান-অভিমান তৈরি হয়েছে সেটাও দ্রুত ঠিক হয়ে যাবে। আর শাকিব অপছন্দ করে এমন কাজ আমি কখনোই করতে চাই না।’
উল্লেখ্য, সম্প্রতি নতুন একটি বিষয় নিয়ে নতুন করে ঝামেলা তৈরি হয় শাকিব-অপুর সংসারে। গত শুক্রবার চিকিৎসার জন্য কলকাতায় যান অপু বিশ্বাস। নিকেতনের বাসায় সন্তান জয়কে রেখে যান কাজের মেয়ে শেলীর কাছে।
ওইদিন সকালেই ছেলেকে দেখতে অপুর নিকেতনের বাসায় আসেন শাকিব খান। কিন্তু দেখা করতে পারেননি। তিনি অভিযোগ করেন, ‘কাজের মেয়ের কাছে সন্তানকে রেখে বাইরে থেকে তালাবন্ধ করে গেছে অপু। এ ঘটনায় বেজায় চটে যান শাকিব। বলেন, ‘মা হিসেবে অপু বিগ জিরো। ছেলের প্রতি মায়া থাকলে সে কখনোই এমন কাজ করতে পারতো না। তাঁর বিরুদ্ধে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
পরে ফিরে এসে উল্টো অভিযোগ করেন অপুও। তালা দিয়ে যাওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আমি নেই বলেই জয়কে নিয়ে শেলী ঘরের ভেতর থেকে তালাবন্ধ করে ছিল। তাছাড়া, ছেলে জয়কে ঢাকায় শাকিবের কোনো আত্মীয়-স্বজনের কাছে রেখে আসার ভরসা পাননি বলে তিনি দাবি করেন। ঢাকায় শাকিবের সব আত্মীয়-স্বজন কাছাকাছি থাকলেও তারা আমার কিংবা জয়ের কোনো খোঁজখবর নেন না- এমন অভিযোগও করেন অপু।
খবর৭১/জি: