জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০লক্ষাধিক টাকার ক্ষতি

0
463

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি মার্কেটের ৯টি দোকানঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে মার্কেটসহ ৯টি ব্যবসা প্রতিষ্টানের ৪০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ জানাগেছে।
জানাযায়, রাত সাড়ে ৯টায় বাজারের আবুল কালাম সুপার মার্কেটের মোজাম্মেল আলীর নাবিলা লাইব্রেরি এন্ড স্টেশনারীজ দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে সারা ঘরে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠতে দেখে বাজারসহ আশ-পাশ গ্রামের মসজিদের মাইকে আগুন লাগার সংবাদটি জানানো হলে শত শত লোকজন আগুন নেভাতে ছুটে আসেন। আগুনের খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট অগ্নিকান্ডস্থলে পৌছে উপস্থিত জনসাধারনের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষনে আবুল কালাম সুপার মার্কেট ও মহরম আলী মার্কেটের ৯টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে আবুল কালাম সুপার মার্টেকের নাবিলা লাইব্রেরি রাসেল কম্পিউটার গ্যালারী, হামিদ ভ্যাটেনারি ফার্মেসী, মহরম আলী মার্কেটের কাজল পোল্ট্রি ফার্ম, এশা টেইলাসর্, ফারুক ভেরাইটিজ স্টোর, ইত্যাদি লেডিস টেইলার্স, নয়ন ট্রেডার্স হাসনাত থ্রি স্টল, মার্কেট দুটি পুড়ে যাওয়ায়সহ মোট ৪০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে অগ্নিকান্ডের আতংকে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আগুনের কবল থেকে রক্ষা পেতে তাদের ব্যবসা প্রতিষ্টানের মালামাল নিরাপদে সরিয়ে নেয়ার কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় পুলিশ সদস্যরা অগ্নিকান্ডস্থলে আগুন নেভানোর কাজে সহযোগিতার পাশা পাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করেছে। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষে কলকলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ক্ষয়ক্ষতি নিরুপন করে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি অনাকাঙ্গিখত অগ্নিকান্ডের ঘটনায় দু:খ প্রকাশ করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও মার্কেট মালিকদের শান্তনা জানিয়েছেন। এসময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দ্বিপাল কান্দি দে দ্বীপাল, কলকলিয়া বাজার তদারক কমিটির সভাপতি হারুন মিয়া, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here