সুন্দরগঞ্জে ইয়াবাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

0
398

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আজেপাড়া দাখিল মাদ্রাসার সামন থেকে ৬০ পিস ইয়াবাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমানের নেতৃত্বে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক- তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এতে উক্ত মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে পিতা-পুত্রদ্বয়কে ২৪ হাজার টাকা মূল্যের ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- সর্বানন্দ ইউনিয়নের মধ্য-সাহাবাজ গ্রামের মৃত- গেন্দলা আকন্দের পুত্র মোন্তাজ আলী (৫০) ও তার পুত্র আলম মিঞা (২৪)। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান বলেন- মাদক কারবারী পিতা-পুত্রদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here