রাজশাহীকে হারিয়ে ৩ নম্বরে খুলনা

0
501

খবর ৭১:বিপিএলের ২৩তম ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ২ উইকেটে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে খুলনা।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে রাজশাহী কিংস ১৬৭ রানের টার্গেট দেয় টাইটান্সকে। এর জবাবে ৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় রিয়াদ বাহিনী।

সাত ম্যাচ খেলে চারটি জয়, দুটি পরাজয় আর একটি ম্যাচের পয়েন্ট ভাগাভাগিতে খুলনার সংগ্রহ ৯ পয়েন্ট। আর সাত ম্যাচের দুটিতে জিতলেও সর্বোচ্চ ৫টি ম্যাচ হারা রাজশাহী ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের ছয় নম্বরে।

টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান মাহমুদুল্লাহ রিয়াদের দল। ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার মুমিনুল হক ৫ রান, ড্যানিয়েল ও জাকির হাসান কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

আরেক ওপেনার ডোয়াইন স্মিথের ঝড়ো রানে এগিয়ে যায় রাজশাহী। ৩৬ বলে ৭টি চার আর ৪টি ছক্কা মেরে ৬২ রান করেন স্মিথ। ৩০ বলে ৩৩ বলে ৪টি চার আর ৩টি ছক্কায় ৫৫ রান করেন মুশফিক।

রাজশাহীর দলপতি ড্যারেন স্যামি ৩ ও মেহেদি হাসান মিরাজ ৩ রান করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here